নয়নতারা ফুল গাছের পাতার উপকারিতা ও অপকারিতা জানুন

আসসালামু আলাইকুম, এখানে আমি নয়নতারা ফুল গাছের পাতার উপকারিতা ও অপকারিতা এবং নয়ন তারা ফুল গাছের ব্যবহৃত অংশ কোনগুলো এগুলো সম্পর্কে অনেক তথ্য দিয়েছি। নয়ন তারা গাছ একটি ঔষধি গাছ ক্যান্সার এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে করে। এ সকল বিষয়ে জানার জন্য দয়া করে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
নয়নতারা ফুল গাছের পাতার উপকারিতা ও অপকারিতা জানুন
নয়ন তারা ফুল গাছের পাতার উপকারিতা ও অপকারিতা এবং নয়ন তারা ফুল গাছের ব্যবহৃত অংশ কোনগুলো চুলের যত্নে নয়ন তারা এবং রূপচর্চার ক্ষেত্রে নয়ন তারা গাছের অনেক উপকারী তার কথা এখানে আলোচনা করা হয়েছে। নয়ন তারা ফুল গাছ এখন অনেক ঔষধ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এতে করে আমরা অনেক রোগের অসুখের হাত থেকে রক্ষা পেতে পারি। মেধাবিকাশে এবং দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে অনেক গুণের কথা আছে এগুলো জানতে শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিকা

নয় তারা ফুল আমাদের সবার বাড়িতে দেখা যায় এর অনেক উপকারিতা আছে হয়তো এটা অনেকেই আমরা জানি না। নয়ন তারা ফুলের অনেক উপকারিতা আছে এটা আমাদের চুলের যত্নে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পাকা রোধ করে ও ত্বকের যত্নে ত্বক ভালো রাখতে ব্রণ দূর করতে ব্যবহার করতে পারি। এছাড়াও নয়ন তারা ফুল গাছ আমাদের অনেক ধরনের অসুখের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুনঃতুলসী পাতার ক্ষতিকর দিক সম্পর্কে রচনা করা হল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, কৃমি রোগ থেকে আমাদের রক্ষা করে। নয়ন তারা ফুলের চা করে খেলে ক্যান্সার রোগ প্রতিরোধ করা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এই ফুল অনেক রকমের হয় সাদা বেগুনি এবং গোলাপি এর অনেক উন্নত জাতের বীজও আছে। মেধা শক্তি বিকাশে সাহায্য করে কেটে গেলে সহজে জোড়া লেগে যায় এ পাতার রস ব্যবহার করলে। বহুমূত্র এবং পোকামাকড়ের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য । এটা থেকে এখন অনেক ধরনের ঔষধ তৈরি করা হচ্ছে ।

নয়নতারা ফুলের উপকারিতা চুলের জন্য

নয়ন তারা ফুল আমরা সবাই চিনি এটি এক একটি ঔষধি গুণসম্পন্ন ফুলের গাছ গ্রামে শহরে এই ফুলের গাছ সব জায়গাতে পাওয়া যায় এর অনেক উপকারিতা আছে রূপচর্চার ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে এবং চুলের ক্ষেত্রে এর অনেক উপকারিতা পাওয়া যায়। নয়ন তারা ফুল নিয়মিত ব্যবহার করলে চুলের যে উপকারিতা পাওয়া যায় সেগুলো হল
  • আমাদের মাথার চুল পড়া বন্ধ করে।
  • নতুন করে মাথায় চুল গজাতে সাহায্য করে।
  • অকালে চুল পড়া চুল ঝরে যাওয়া থেকে আমাদের সাহায্য করে।
  • চুল পাকা রোধ করে এবং চুল কালো করে।
  • আমাদের মাথার চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে।
এই নয়ন তারা ফুল ও পাতা ৮ থেকে ১০ টি ভালোভাবে একসাথে বেটে বা ব্লেন্ডার করে নিতে হবে এরপর এর যে রস বের হবে সেটা ভালোভাবে ছেঁকে নিয়ে তুলার সাহায্যে চুলের গোড়ায় ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর দুই ঘন্টা রাখতে হবে এবং এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে করে কাজ হবে।

নয়নতারা ফুল গাছের পাতার উপকারিতা ও অপকারিতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেঃ নয়ন তারা শরীরের রক্তে থাকা চিনির পরিমাণ কমিয়ে দেয় এর ফলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

বহুমূত্র রোগের ক্ষেত্রেঃ আমাদের মধ্যে অনেকের ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবের বেগ থামেনা তারা প্রতিদিন সাদা নয়ন তারা গাছের পাতা সকালে খালি পেটে চাবিয়ে খেলে এবং এর পাতা রস করে খেতে পারেন তাহলে এ থেকে মুক্তি পাওয়া যায়।

সন্ধিবাতঃ যাদের গাটে গাটে ব্যথা বা যন্ত্রণা আছে তারা নয়নতারা ফুলের গাছ তিলের তেলের সাথে গরম করে নিয়ে ওই ব্যথা বা যন্ত্রণায় ব্যবহার করলে আরাম পাওয়া যাবে।

কৃমি রোগেঃ আমরা যারা কৃমি রোগে ভুগছি তারা নয়ন তারা গাছের ফুল পাতা ও মূল ব্যবহার করতে পারি। নয়ন তারা ফুলের পাপড়ি ভিজিয়ে রেখে সেই পানি সকালে থেকে ঝাল করে পরিমাণে আধা কাপ করে নিতে হবে এবং এর রস সকালে এবং রাতে খেতে হবে ৭ থেকে ১০ দিন তাহলে উপকার পাওয়া যাবে।

চর্ম রোগেঃ চর্ম রোগের জন্য নয়ন তারা ফুলের গাছ অনেক উপকারী একটি উদ্ভিদ এই ফুলের পাতার রস ত্বকে ব্যবহার করলে ঘা বা ক্ষত খুব অল্প সময়ের মধ্যে সেরে যায় ত্বকের বিবর্ণতা কাটে।

লিউকোরিয়া রোগঃ আমাদের মধ্যে অনেক মহিলারা এই রোগে জন্য দুর্বল হয়ে যায় এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য নয়ন তারা ফুলের গাছ অনেক ভালো উপকারে আসে। অনিয়মিত মাসিক হলে নয়নতারা ফুলের গাছ ব্যবহার করলে রক্ষা পাওয়া যেতে পারে।

পোকামাকড়ের কামড়েঃ পোকামাকড়ের কামোর অর্থাৎ ভিমরুল, মৌমাছি, বোলতা, ভোমরা এবং পিঁপড়ে কামড় দিলে বা হুল ফুটিয়ে দিলে এর ব্যথা বা যন্ত্রণা থেকে আরাম পাওয়ার জন্য নয়ন তারা ফুলের গাছ আমরা ব্যবহার করতে পারি।

রক্তচাপঃ যাদের শরীরে রক্ত চাপ বাড়ে তারা খালি পেটে নয়ন তারা ফুল গাছের মূলের রস ৭ দিনে দুই দিন সকালে খালি পেটে খেলে রক্তচাপ কমবে। এছাড়াও বর্তমানে নয়ন তারা গাছ থেকে অনেক ক্যান্সারের ঔষধ তৈরি করা হচ্ছে।

ব্লাড ক্যান্সারঃ নয়ন তারা গাছের টাটকা কচি ডাল বেটে রস করে দুই চামচ পরিমাণে খেলে অনেক উপশম পাওয়া যাবে সকালে এবং বিকেলে খেতে হবে। ৭০ টি ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কার করা হয়েছে নয়ন তারা ফুলের গাছের ডাল এবং পাতা থেকে। কেটে গেলে এবং ঘা পেকে গেলে এই ফুল গাছের রস ব্যবহার করলে জোড়া লেগে যায় কাটা।

নয়নতারা ফুলের বীজ ও নয়নতারা ফুলের চা

আমাদের দেশে অনেক ধরনের নয়ন তারা ফুলের গাছ পাওয়া যায় সাদা নয়ন তারা বেগুনি , গোলাপি নয়ন তারা ফুলের গাছ ইত্যাদি। এর ফুলের বীজ ও বিভিন্ন মানের ও ধরনের জাতের হয়। হাইব্রিড F2 এই জাতের বীজ আমাদের বাংলাদেশের আবহাওয়া সারা বছরই লাগানো সম্ভব। এই বীজ আমরা আমাদের বাড়ির চারপাশে এবং টবে লাগাতে পারি লাগানোর ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই ফুল আসতে শুরু করবে। এই গাছ ঝাকরা হয়। এই জাতের ফুল গোলাপি এবং বেগুনি রংয়ের হয় ।

সারা বছরে ফুল ফোটে এবং ফল হয়। এই গাছ উচ্চতায় দুই ফুট পর্যন্ত হয় পাতা লম্বাটে ও ডিম্বাকার। পাতার মধ্যে মধ্যশিরা উজ্জ্বল এবং মোটা রং আকর্ষণীয় এবং এই জাতের ফুল অধিক ফলনশীল হওয়ার কারণে এখন বাংলাদেশের প্রথম পছন্দের নয়নতারার অন্য জাতের মধ্যে এই জাত অধিক পরিমাণে ভাইরাস সহ্য করার ক্ষমতা রাখে তাই কৃষকের কাছে অতি পছন্দের এই জাত।নয়নতারা ফুলের হয়তো চা বানানো যায় এটা আমরা অনেকেই জানিনা কিন্তু হ্যাঁ এই ফুলের ও চা বানানো যায়।

এবং খাওয়া যায় এবং এর অনেক উপকারিতা আছে। আমরা প্রথমে নয়ন তারা ফুল গাছ থেকে কয়েকটি ফুল সংগ্রহ করবো তারপর ফুল থেকে পাপড়ি গুলো আলাদা করে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানি গরম হয়ে এলে এতে ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে এবং এক দুই মিনিট জ্বাল করতে হবে তখন লক্ষ্য করলে দেখা যাবে যে একটা রং হয়ে আসছে তারপরে থেকে চায়ের মত করে খেতে হবে। এই নয়ন তারা ফুলের চা পান করলে ক্যান্সার।

এবং ডাইবেটিস রোগ প্রতিরোধে সাহায্য করে আমাদের। যাদের রাতে ঠিকমত ঘুম হয় না এবং দুশ্চিন্তা করে তারা নয়ন তারা ফুলের চা খেতে পারেন তাহলে মস্তিষ্ক থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং ঘুম হবে। গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতা বেড়ে যাবে আমাদের দেহের এবং সব রকম রোগ ব্যাধি দূরে সরে যাবে।

সাদা নয়নতারা ফুলের উপকারিতা আছে কি

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের।
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করে নয়ন তারা ফুলের গাছ।
  • মেধা শক্তি বৃদ্ধি করার জন্য নয়ন তারা আমাদের সাহায্য করে।
  • ক্যান্সার চিকিৎসায় ও নয়ন তারা ফুলের চা ক্যান্সার প্রতিরোধ করে এবং এর ডাল এবং পাতা থেকে ক্যান্সার এর ঔষধ তৈরি করা সম্ভব হয়েছে।
  • দুশ্চিন্তা দূর করে স্নায়ু উত্তেজক করে এবং ভালো ঘুমে হতে সাহায্য করে।
  • কৃমির রোগ প্রতিরোধ করে, কুষ্ঠ রোগ, দাঁতের অসুখ, মাথার অসুখ এবং হৃদরোগ হতে পারেনা।
  • সর্দি-কাশি, পেট ফাঁপা এবং ক্ষুধা মন্দা ও অরুচি মত অসুখ আমাদের থেকে দূরে রাখে।
  • লিউকোমিয়া রোগ থেকে আমাদের রক্ষা করে।
  • অনিয়মিত মাসিকের হাত থেকে রক্ষা করে মহিলাদের।
  • কেটে গেলে তাড়াতাড়ি জোড়া লেগে যায় এই পাতার রস ব্যবহার করলে।
  • ঘা হলে বা ক্ষত শুকাতে সাহায্য করে।
  • পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি দেয় যথা বোলতা, ভিমরুল, মৌমাছি এবং পিঁপড়ে।

নয়নতারা ফুল দিয়ে রূপচর্চা করা যায়

নয়ন তারা ফুল আমরা ছোট বড় সবাই চিনি এটার যেমন ঔষধি গুন আছে তেমনি রূপচর্চা করার ক্ষেত্রেও নয়ন তারা ফুল অনেক উপকারে আসে। প্রথমে আমরা নয়ন তারা ফুল গাছ থেকে ফুল তুলে এনে এর পাপড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিব পানি দিয়ে তারপর এই পাপড়ি গুলো পানি দিয়ে চার মিনিট সিদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে পেস্ট বানিয়ে নিব এবং এর সাথে টক দই এবং মধু মিশিয়ে ফেসপ্যাক বানাবো এভাবে আমরা রূপচর্চার কাজে এটা ব্যবহার করতে পারি।

এর পাপড়ি পানিতে ফুটিয়ে নিয়ে ত্বকের যে কোন প্যাক এর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি প্রতিদন। আবার আমরা নয়ন তারা ফুলের রস এক চামচ এবং এলোভেরা এক চামচ একসাথে করে মুখে দশ মিনিট ধরে লাগিয়ে রাখতে পারি এরপর ধুয়ে ফেলতে পারে এতে করে আমাদের ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এর ফুল এবং পাতা আমাদের ত্বকের ব্রণ দূর করে, বয়সের ছাপ এবং ডার্ক সার্কেল দূর করতে ও সাহায্য করে আমাদের।

নয়নতারা ফুল গাছের ব্যবহৃত অংশ কোনগুলো

নয়ন তারা ফুল গাছের প্রায় প্রত্যেকটি অংশই আমাদের কাজে লাগে এর পাতা ও মূল ব্যবহার করা হয় ভেষজ এবং ঔষধি কাজে। এর পাতার রস আমরা আমাদের রূপচর্চা করতে ব্যবহার করি। চুলের যত্নে আমরা এর পাপড়ি এবং পাতার রস ব্যবহার করতে পারি। এর ডাল ও পাতার থেকে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা সম্ভব হয়েছে। এই ফুলের পাপড়ি এবং পাতার রস মুখে লাগালে মুখের ব্রণ দূর হয় ত্বক উজ্জ্বল হয়। এটা আমাদের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে।

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ঘা পাচরা চুলকানি প্রতিহত করে, বিভিন্ন পোকামাকড়ের কামড় এর জ্বালা নিরূপণ করে। চুলের গোড়া শক্ত এবং মজবুত করে, চুল পাকা রোধ করে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ নয়ন তারা ফুল গাছের প্রত্যেকটি অংশই ব্যবহার করা যায় ডালপালা ,পাতা,ফুল্, পাপড়ি সমগ্র গাছ সবই।

লেখক এর মন্তব্য

ম্যাক্সিমো ইনফো এখানে নয়ন তারা ফুল গাছের পাতার উপকারিতা ও অপকারিতা এবং আরো অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছে এবং বিভিন্ন রকমের তথ্য দিয়েছে। এগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হবেন সঠিক তথ্য জানতে পারবেন। তাই এই পোস্টটি ভালো লাগলে আপনাদের বন্ধু আত্মীয়-স্বজন পরিচিত সবার সাথে শেয়ার করে দিবেন। যাতে করে এটা পড়ার সবাই সুযোগ পায় এবং কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কিনা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url